WHAT'S NEW?
Loading...

 


✉নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশ ছেড়ে পালানোর পথ খুঁজে পাবেন না। তিনি বলেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। ওবায়দুল কাদের গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে’ বক্তৃতা করছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির নেতা। আমাদের নেতা-কর্মীরা পালানোর রাজনীতি করেন না। আমাদের জন্ম এ দেশে। প্রয়োজনে মরব, জেলে যাব, তবু দেশ ছেড়ে পালাব না। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবদুস সবুর। বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে, তাতে আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে। বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেনি। তার দন্ড স্থগিত করে বাসায় থাকার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

If you do not waste any MB, then go to Data Usage and Restrict Background Data will do 
. However, minimize compromises or other compromises will not prevent extra data consumption. There will be a Notification on the Notification Bar, a Restricted Background Data. Clicking on the button will automatically use all the desired data. 

And if you want to protect data from a specific one or a few compromises, then by clicking on the specific upload, please restrict the Background Data. 
Thank you 
This is my first post. If you understand the problem, you will see forgiveness. 
Or comment.